Pages

Sunday, March 6, 2016

   স্বাধীনতা                                                                                                              


"স্বাধীনতা তুমি অন্যের কেন হবে ?

বিসর্জনে,পেয়েছি তোমায় লক্ষ প্রানে

রক্তে ভেজা সাদা কাপড়

মাথায় গর্জে ওঠে

না বলা কথা বেদনার সুর হয়ে বাজে
shadinota
         স্বাধীনতা
স্বাধীনতা-

তুমি গিটারের সুর হয়ে কেন রবে

আত্মত্যাগে,সদা বলীয়ান হয়ে রবে


স্বাধীনতা-

তুমি বিবেকের কাছে ধর্ষিত কেন হবে

রক্তদানে,পেয়েছি তোমায় লক্ষ প্রানে

সবুজের মাঝে লাল বিন্দু

চেতনায় ভালবাসা দৃঢ় করে

ভাই হারানোর স্মৃতি বেদনার সুর হয়ে বাজে"
                                                             





No comments:

Post a Comment